Saturday, 2 February 2019

বাংলা কার্টুন Batul the great আজব চুরি Bangla cartoon for children bantu...



ব্লগার ভাইয়েরা দয়া করে শুদু মাত্র ইউটিউব ভিডিও টিউন করবেন না।আপনাদের কাছে একান্ত অনুরোধ এতে ভিজিটররা বিরক্ত হয়,ফলে আপনার পোস্ট ভিউ কম হয়,হয়তো সাময়িক সময়ের ভাল ভিজিটর পাবেন কিন্তু পরবর্তীতে খারাপ প্রভাব পরবে।

ভাল ভিজিটর পাওয়ার জন্য করনীয়
১)labels থেকে আপনার পোস্টের ক্যাটাগরি অনুযায়ী লেবেল সিলেক্ট করুন।
২)links থেকে আপনার পোস্টের কাস্টম ইউআরএল দিন।
৩)search description থেকে আপনার পোস্টের সংক্ষিপ্ত বিবরণ লিখুন।
৪)কমপক্ষ্যে একটি ইমেইজ যুক্ত করুন এবং ইমেইজে ক্যাপশন ও প্রোপারটিজ করুন।
আশাকরি এই চারটি টিপ্স মেনে চললে আশানুরুপ ভিজিটর পাবেন।ধন্যবাদ।


*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****




যেকোনো প্রয়োজনে আমরা আছি

ফেইসবুক পেইজ ShadowBD24


ইউটিউব চ্যানেল Youtube channel

Monday, 26 June 2017

তৈরী করুন ২০১৭ সালের নতুন ডিজাইন করা ফোরাম সাইট (পর্ব = ১০) [স্ক্রিনশট সহ]

তৈরী করুন ২০১৭ সালের নতুন ডিজাইন করা ফোরাম সাইট (পর্ব = ১০) [স্ক্রিনশট সহ]
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।
আজ কে আমরা লগিন পেজ ও রেজিস্ট্রেশন পেজ ডিজাইন করব তাই তাড়াতাড়ি আপনার wapka তে লগিন করুন।
তারপর মেনেজে গিয়ে admin mode এ যান।
তারপর নিচের স্ক্রিনশট এর মত করুন।




এখানে এই কোডটি ছেড়ে update দিন।
</p><br />
<div class="block_posts"><br />
<div class="f"><img src="http://greentooth.xtgem.com/i5/warn.png" /> রেজিস্টার করা না থাকলে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে নিন। Username এবং  Password ব্যাবহার করুন </div><br />
<p>::notifications::</p><br />
<h2>Login Form</h2><br />
<div class="bbm"><br />
<form method="get" action="/login_site.xhtml?do_id=0">  <b>Login name:</b></div><br />
<div class="bbm"><b>password:</b></div><br />
<div class="bbm"> ::ver_code:: </div><br />
<div class="bbm">(Automatic Login)</div><br />
<div class="bbm"></div><br />
</form><br />
<div class="bbm"><a href="/registration_site.xhtml"><b>Registration</b></a></div><br />
<div class="bbm"><a href="lpass.xhtml"><b>Lost Password</b></a></div><br />
</div><br />
<p>

কোডটি কাজ না করলে এখান থেকে নিয়ে নিন।
তারপর আবার বেক এ এসে registration এ ক্লিক করুন।

তারপর এই কোডটি ছেড়ে update দিন

</p><br />
<div class="block_posts"><br />
<h2> SignUp Form  </h2><br />
<div class="bbm"><font color="green">::notifications:: </font> Login:<br />  ::login::  </div><br />
<div class="bbm">   Password<br />  ::password1::</div><br />
<div class="bbm">   Verify password<br />  ::password2::</div><br />
<div class="bbm"> ::email:: </div><br />
<p> ::profile:: ::lpsq:: ::msgfa:: ::captcha:: ::submit:: </p></div><br />
</p></div><br />
</div><br />
<p>.notif {background-color:#346699;padding:6px;color:#fff}

কোডটি কাজ না করলে এখান থেকে নিয়ে নিন।
এখন হোমে যান।
আমরা যেই inbox নামে পেজ বানিয়েছিলাম সেটাতে এই কোড টি ছাড়ুন
</p><br />
<div class="block_posts"><br />
<h2><b>Massaige Catagoris</b></h2><br />
<div class="bbm"><img src="http://greentooth.xtgem.com/i1/nt.png" /><a href="">Write new</a></div><br />
<div class="gmenu"></div><br />
<div class="bbm"><img src="http://greentooth.xtgem.com/i2/mail7.png" /><a href="">Inbox</a> [:pmcount-in:]</div><br />
<div class="gmenu"></div><br />
<div class="bbm"><img src="http://greentooth.xtgem.com/i3/nbx.png" /> <a href=""> Outbox</a> [:pmcount-out:]</div><br />
<div class="gmenu"></div><br />
<div class="bbm"><img src="/img/3122/3122258_5fa7e8ec4d.png" alt="" /> <a href=""> Trash/Delete</a>[:pmcount-tr:] </div><br />
<div class="gmenu"></div><br />
<div class="bbm"><img src="/img/3122/3122178_7bfd50b960.png" alt="" /> <a href="">Archive</a></div><br />
<div class="gmenu"> </div><br />
</div><br />
<p>

কোডটি কাজ না করলে এখান থেকে নিয়ে নিন।
এখন আবার profile নামের পেজে এই দুটি কোড ছাড়ুন।
 .T3 { border-bottom: 1px solid #cccccc; overflow: hidden; height: 120px; background-color: #666; background-image: url(":user-prvar-151:"); background-repeat: no repeat; background-position: center; }</p><br />
<div><br />
<div class="T3"><br />
<div class=""><br />
<div style="float: left;margin-top: 40px;padding:1px 10px"><br />
<div style="background: #ffffff;padding: 3px;border: 1px solid #cccccc"><img src="" alt="" style="height: 120px;width: 95px" /></div><br />
</div><br />
</div><br />
</div><br />
<div><br />
<div style="clear: both"><br />
<div style="padding: 1px 10px;background: #EEEEEE;height: 50px;border-bottom: 1px solid #CCCCCC"><br />
<div style="overflow:hidden;clear:both;float:left;padding: 4px 10px;background: #ededed;color:#505050;padding-left: 110px"><b> :user: </b> <img src="" alt="" style="height: 4px;width: 40px" /> </div><br />
</div><br />
</div><br />
</div><br />
</div><br />
<table width="100%" cellpadding="0" cellspacing="0" class="f"><br />
<td><a href="http://:user-prvar-27:"></p><br />
<div class="bbn">FB</div><br />
<p></a></td><br />
<td><a href="tel::user-prvar-20:"> </p><br />
<div class="bbn">Call</div><br />
<p></a></td><br />
<td><a href="#down"></p><br />
<div class="bbn">More</div><br />
<p></a></td><br />
</table><br />
<p>.bbn{padding:5px} 

 </p><br />
<div class="block_posts"><br />
<h2>:user-tname: CPanel</h2><br />
<p><a name="down"></a></p><br />
<div class="bbm"><b>Ref-Link:</b> </div><br />
<div class="bbm"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx2L_09OvBJdY7a_tDh7236Qn6EOscQPRRTrJ__ULCH4pKSbfS4qk452Nt2lXl-woBhWUk4LqD_iIjiiAb_x_S_BKwspW3W5ZGyQA9NoGCoFYCzP2RKjlc1e_zVVycsBwDCUltbO4LZenm/s1600/Setting-icon.png" alt="" height="30" width="30" /> <a href="">Change Setting</a></div><br />
<div class="bbm"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjMHPP4C1zT2PXNZ2fz6XfZu9vhwN42J9LNiDUy0H6Qy8SP4YcYL6MXimaMLkrlBfoHbtMAfsaitTGXnHHfbLUJQFjSC0617hPjQhPAmSdQzw_r7knGEgdM6YULL9_oZTBQbfX3G9ox33B/s1600/Text-Edit-icon.png" alt="" height="30" width="30" /> <a href="">Edit Profile</a></div><br />
<div class="bbm"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw7QHTM8h3rJ5QdYkxa0UDNNxJSgXnUn9aMvG56o7OG4EpQcoa8JkNhW7R89Tied-RXRqkLOxFRi_kKP3pUZZ0Ql6_vZ7eVWrwAFU2P9sDWYp41SkPYp4V06vBEJOVxl6tk4vulWPOv6tN/s1600/01.png" alt="" height="30" width="30" /> <a href="">View Profile</a></div><br />
<div class="bbm"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfMJqju1idMEzT9fJgCAnUyLpOXTCq2_BpE0iHCi4tZcGK7dMOfgJ1vFU2N3JvdRcA9gLzZq4bEhC0-JHJ75tW-_iNweDsVRJaxYpOfyxVasGSrWmUhXszfqx0bDsXr_Bsbhvt1NV7aOr5/s1600/key_blue.png" alt="" height="30" width="30" /> <a href="">Change Password</a></div><br />
<div class="bbm"> <img src="http://webdesignledger.com/wp-content/uploads/2012/12/22-iphone-blue-case-cover-app-icon.jpg" alt="" height="30" width="30" /> <a href="">Upload Cover Photo</a></div><br />
<div class="bbm"> <img src="http://www.clker.com/cliparts/b/3/8/8/1228421152719081557sheikh_tuhin_Gallery_Icon.svg.med.png" alt="" height="30" width="30" /> <a href="">Change Photo</a></div><br />
<div class="bbm"> <img src="http://wapkaimage.com/4723/4723346_4c0404456e.png" alt="" height="30" width="30" /> <a href="">Update Sighnature &amp; Mode</a></div><br />
<div class="bbm"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglAvvkQCPcUoMCN3RDUCc2N_3A_pozKJSIPhgSpM0FUzjvynddQ8ZseVwnMGocHy8vHUdLF2SbAuqLnYYLLnM28yWqRyH5F4Bv7SHVk4xrvubgaT20ch_E8zRqbD9GV0OqCksUs-ZYY82_/s1600/04.png" alt="" height="30" width="30" />  var gm=0:info-pmnew:%n%:/info:-0:user-prvar-322:; if(':info-pmnew:%n%::0:/info:'==':user-prvar-322:') { document.write('<a class="m" href=""><span class="glyphicon glyphicon-user"></span>Message </a>');} else {document.write('<a class="m" href="">Message <span style="background:red;padding:2px;color:#fff"><b>'+gm+'/:pmcount-in: </b></span> </a>')} </div><br />
<div class="bbm"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTKkV01fZa3Z2Ru2mHxUAaCgC32kvaxenAKjS_vGMyNtIxfQ97aqZa4IXXn_MVIscORbmvlnHhXGS-lkk8SVs3Z0tMAKmKvPivnzJJ_AQY1Aiom_KJMW3i6AhtyLNti_6at55aZUXBRd0v/s1600/exit.png" alt="" height="30" width="30" /> <a href="/unlogin_0.xhtml">Log Out(:user:)</a></div><br />
</div><br />
<p>

কোডটি কাজ না করলে এখান থেকে নিয়ে নিন।
তো আজ এই পর্যন্তই।
আগামী পর্বে আবার দেখা হবে।
আমার যদি পোস্ট করতে দেরি হয় তাহলে আমার সাইটে গিয়ে আমায় মনে করিয়ে দিবেন।
নিজেই বানিয়ে ফেলুন ২০১৭ সালের অসাধারণ wordpress ফোরাম সাইট পর্ব – ১ (স্ক্রিনশট সহ)

নিয়ে নিন Tipsall30.ml এর Original New Post Page Code

নিয়ে নিন Tipsall30.ml এর Original New Post Page Code
প্রথমে আমার সালাম নেবেন।আশা করি ভালো
আছেন। কারন আমাদের সাথে থাকলে সবাই ভালোই থাকে। আর আমিও ভালো আছি। তাই আজ আপনাদের নতুন
কিছু নিয়ে আসলাম।আর কথা বাড়াবো না কাজের কথায় আসি।
নিচের Screeshot টা দেখুন – ঠিক এরকম New Post Page হবে।
 
কোন সমস্যা হলে Comment করুন।
আল্লাহ হাফেজ

YouTube Marketing নিয়ে কমন কিছু প্রশ্ন ও উত্তর

YouTube Marketing নিয়ে কমন কিছু প্রশ্ন ও উত্তর
শুরুতে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি  ! আশা করি সবাই ভালো আছেন । বর্তমানে YouTube Marketing ফ্রিল্যাসিংযে অনেক বড় একটা জায়গা করে নিয়েছে । ছোট থেকে শুরু প্রায় সবাই এই YouTube Marketing  করতে আগ্রহী । কিন্তু YouTube Marketing এ নতুন যারা আসে তাদের কমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমার আজকের এই টপিক । কোথাও কোন ভুল হলে সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।

কমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের টপিক :


◘ প্রশ্ন: ১ : মোবাইল দিয়ে কি ইউটিউব Marketing করতে পারবো ?

উত্তরঃ আরে ভাই পারবেন না কেন, আপনি যদি মোবাইল দিয়ে সব করতে পারেন তাহলে মোবাইল দিয়েই করেন । Youtube মানেই শুধু আপলোড করা না । Profosonaly কাজ করতে হলে শুধু একটা মোবাইল না ২-৩ টা পিসি লাগে । এখন আপনি যদি মনে করেন আপনি মোবাইল দিয়ে সব করতে পারবেন তাহলে করেন ।

◘ প্রশ্ন: ২ : অমুক ভাই তমুক ভাই আমার চ্যানেলে ১০ হাজার ভিউ হলে আমি কি ইনকাম করতে পারবো ?

উত্তরঃ এই প্রশ্ন হাজার হাজার ভার শুনতেছি । যখনই এইখানে আসি একটা না একটা পোস্ট এইটা নিয়ে পাবোই । ভাই আপনি কি ইউটিউব কে শখের সাথে করবেন নাকি আজ শুরু করবেন কাল থেকে ইনকাম শুরু যাবে । ভাই সবকিছু এত সহজ না । আপনি আগে আপনাকে তৈরি করুন আপনার চ্যানেলটিকে আপনি একটি টপ ল্যাবেল পর্যায়ে নিয়ে যান । ইনকামের চিন্তা বাদ দেন মাথা থেকে ! আপনার চ্যানেলটি যখন টপে উঠবে ইনকাম আপনাকে খুজবে আপনি কাওকে বলতে হবে না । শুরুতে আপনি কেন মনিটাইজ নিয়ে পারাপারি শুরু করে দেন । আপনি আগে আপনার চ্যানেলটিকে তুলুন । তারপর ইনকাম চেষ্টা করুন ।
◘ প্রশ্ন: ৩ : ভাই শুরুতেই আমি ইউটিউবে ১ লাখ / ২ লাখ টাকা Invest করবো । তাহলে কি আমি মাসে হাগার হাগার ডলার কামাতে পারবো ?
উত্তরঃ আরে ভাই ইউটিউবকে কি আপনার মনে হচ্ছে আপনার ঘোড়াল ঘরের গুরু , যে টাকা Invest করে একটা গাভি নিয়ে আসলেন আর দুধ দেওয়া শুরু করে দিল । না ভাই ইউটিউব এমন কিছুই না । সব আপনার কনটেন্ট এর উপর নির্ভর করবে । এমন অনেক বড় ভাই আছে শুধু মাত্র ইন্টারনেট বিল ছাড়া হাজার হাজার ডলার ইনকাম করতেছে । আমি বলবো আপনি আগে ইউটিউব কি জিনিস সেটা জানতে চেষ্টা করুন । তার অনেক পরে Paid Marketing আসতে পারবেন যদি আপনি Free Markeitng এ ফল না পান । কিন্তু আমি বলবো আপনাকে আপনি আপনার পর্যন্দের একটি নিশ নিয়ে খুব ভালোভাবে ভিডিও বানিবে Youtube দেন ,দেখবেন ১ বছরের ভিতর মান সম্মর্ত ভিডিওর এর জন্য আপনার চ্যানেল টপ আছে । তখন আর Paid Marketing করা লাগবে না । ফ্রিতে অনেক কিছু হয়ে যাবে ।

◘ প্রশ্ন: ৪ : ভাই আমি ২- ৩ টা চ্যানেল একসাথে কাজ করতে পারবো ? সে ক্ষেত্রে আমার কোন সমস্যা হবে কিনা ?

উত্তরঃ ভাই আপনি ২-৩ টা না চাইলে ১০০টা চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন । তবে সেটা আপনি কতটা পারবেন ভেবে দেখেছেন । আপনি কি পারবেন শুরু থেকেই ২-৩ কম্পিউটার কিনে ২-৩ টা চ্যানেল চালাতে । সেই গুলোতে সব সময় ধারাবাহিকভাবে ভিডিও দিতে । আমি ৯৯% সিউর এটা পারবেন না কেউ । তাই বলি আপনি ১ নিশ নিয়ে একটা চ্যানেল নিয়েই কাজ করুন । একটাকেই উপরে তুলুন একটাতেই ভালোভাবে কাজ করুন । তারপর একটার পুজিঁ দিয়েই আপনি আরো অনেক কিছু করতে পারবেন । তাই বলি ১ টা নিয়ে পড়ে থাকুন ।
◘ প্রশ্ন: ৫ : ভাই এই Software এর ফুল ভার্সন কেউ দিতে পারবেন ?
উত্তরঃ ভাই আপনি কি নিজে কখনো গুগুল থেকে চাইচেন যে আপনি এই Software এর ফুল ভার্সন চান । আমার মনে হয় চান নি, যদি চাইতেন ঠিক পাইতেন । একটা কথা মনে রাখবেন আপনি ভুল না করতে পারলে শিখতেও পারবেন না । আমরা অনেকেই জানি ফুল ভার্সনের Software গুলো বেশির ভাগই Torrent এ পাওয়া যায় । তাছাড়ও অনেক সাইট আছে যেখান থেকে Torrent ছাড়াও পাওয়া যায় ।
আমি কিছু দিলাম বুকমার্ক করে রাখবেন আর সমস্যা হবে নাঃ

• Torrent

• Torrent ছাড়া



জেনে নিন মাইক্রোসফট এক্সেলের কিছু সূত্র ও শর্টকাট

জেনে নিন মাইক্রোসফট এক্সেলের কিছু সূত্র ও শর্টকাট
মাইক্রোসফট এক্সেলের কিছু সূত্র ও শর্টকাট জেনে নিন
প্রযুক্তির উৎকর্ষতায় এখন আর আমাদের কাগজ, কলম ও কেলকুলেটারের উভর নির্ভর করতে হয় না। আগে যে কাজটি করতে বছর বছর সময় লাগতো এখন চোখের পলকেই সম্ভব। আর এর সবই হয়েছে কম্পিউটারের মাধ্যমে। আমাদের প্রতিদিনের কাজে আমরা মাইক্রেসফট অফিসের বিভিন্ন টুলস ব্যবহার করি। যেমন মাইক্রেসফট ওয়ার্ড, এক্সেল। আজ আমরা এক্সেলের কিছু শটকার্ট কী জানবে-
p19t5hoe501p13e11hdh17nn3k53
শর্টকার্ট কী গুলি হল –
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
এখন আমরা এক্সলের কিছু মজার মজার ফাংশন যেমন- গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, বর্গমূল নির্ণয়, দিন-তারিখ ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা শেয়ার করা হল যা আপনার বিভিন্ন কাজে আসবে বলে আমি মনে করি।

সুত্র গুলি নিম্ন রুপ-

দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার গসাগু নির্ণয় করতে চাইলে GCD ফাংশন ব্যবহার করে সহজে গসাগু বের করতে পারি।
Syntax:
=GCD(4,16,64)
উত্তর- 4
দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে চাইলে LCM ফাংশন ব্যবহার করে সহজে লসাগু বের করতে পারি।
Syntax:
=LCM(24,36)
উত্তর – 72
কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাইলে SQRT ফর্মুলা ব্যবহার করে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি। কিন্তু Number এর মান অবশ্যই ধনাত্নক হতে হবে।
Syntax:
=SQRT(81)
উত্তর – 9
কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।
Syntax-
=POWER(5,2)
এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.
ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন – ২.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে ২.৫৭ লেখা হয়।
Syntax: =ROUND(18.378,2)
উত্তর – 18.38
আজকের দিন (বর্তমান সময়) দিন তারিখ সময় মাস ও বছর জানার জন্য NOW,Month(Now()) ও YEAR(Now()) ফর্মুলা ব্যবহার করে সহজে তা নির্ণয় করা যায়।
Syntax:
=NOW()
শুধু মাস বের করতে চাইলে?
=Month(Now())
শুধু বছর বের করতে চাইলে ?
=YEAR(Now())
কোন তারিখ কি বার জানতে চাইলে?
=WEEK DAY(“01/01/1990”)
উত্তর- 6 (অর্থাৎ Friday)
কোন তারিখ কি বার জানার জন্য?
=TEXT(“01/01/1990”,ddd)
উত্তর – Friday